Monday, May 16, 2016

সিরাজগঞ্জ হার্ড পয়েন্ট কিন্তু এখন আর হার্ড নেই

মিজানুর রহমান
স্যোস্যাল এন্ড ইন্সটিটিউশনাল এক্সপার্টৃ
জাতীয় ভূমি জোনিং প্রকল্প, ভূমি মন্ত্রনালয়
------------------------------------------------------------------------------------------------------------------------
বেশীদিন আগের কথা নয়, সেই মার্চ ২০১৬ এর মাঝামাঝি। শীতের আমেজটা পুরাপুরি যায়নি। অফিসিয়াল কর্মশালায় সিরাজগঞ্জ গেলাম, সাথে প্রকল্প পরিচালক ও অতিরিক্ত সচিব জনাব কফিল উদ্দিন স্যার ছাড়াও আরো ছয় (০৬) সহকর্মী। আমাদের টিমে এনভায়রনমেন্ট স্পেশালিস্ট ড. গোলাম মাহবুব সরওয়ার, রিসার্স এ্যাসিসটেন্ট মাজেদুল ইসলামা ও প্রোগ্রাম অর্গানাইজার বেলাল। জেলা প্রশাসক মহোদয়ের আতিথিয়তায় সার্কিট হাউসে থাকার ফাইনাল হলো। আকষ্মিক বন্যার মত মন্ত্রি মহোদয়ের সিরাজগঞ্জ সফরের বার্তায় সরকারী অফিসের যা হয় তাহাই হলো; আমাদের স্থান হলো হার্ড পয়েন্ট পার্শ্ববর্তী পানি উন্নয়ন বোর্ডের বাংলোয়। ভালই হলো কাছ থেকে সকাল সন্ধ্যা যমুনা নদীর প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করার সুযোগ হলো। খুব ভোরবেলা ঘুম থেকে উঠে যমুনার তীর ঘেষে পূর্বদিকে হাটতে থাকলাম। কূয়াশা এখনো কাটেনী, মাত্র ৫ মিনিট কদম ফেলতেই হার্ড পয়েন্টে এসে পড়লাম। ওকি! ইতিমধ্যে ২ জোড়া হার্ট সুর্যকে স্বাগতম জানানোর জন্য এখানে এসে উপস্থিত। 
হার্ড পয়েন্ট নয় হার্ট পয়েন্ট
 এর মধ্যে ১ জোড়ার আয়োজন দেখে মনে হচ্ছে তারা মনে হয় আরো মিনিট ১৫ আগে এসে অধোদেশদ্বয়কে এককরে সরকারের স্থাপিত ব্লকগুলির সর্বোত্তম নিশ্চিত করে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের ঋন শোধ করছে। আধুনিক এই ভালবাসার ফেরিওয়ালাদের সময় জ্ঞান, কমিটমেন্ট ও সময়ানোবর্তিতা দেখে আমি মুগ্ধ হলাম ও ভাবলাম দেশ মনে হয় সত্যি অনেক দুর এগিয়েছে। বাংলাদেশের সর্বত্র যদি এ তিনটি বিষয় বিরাজমান থাকতো তাহলে আমাদের অবস্থা যে আরো আগেই পরিবর্তন হতো তাতে কোন সন্দেহ নেই। ইতিমধ্যে আধুনিক দ্বিচক্রযান -ব্যাটারি চালিত, ফুলপ্যান্ট পরিহীত ড্রাইভার, এমপি থ্রি সুবিধা সমৃদ্ধ রিক্সা- যোগে জোড়ায় জোড়ায় প্রাতঃভ্রমন নয় প্রাত:প্রেম করার জন্য আসতে থাকলো। কারো হাতে স্কুল ব্যাগ ও বইপত্র দেখা যাচ্ছে। সহকর্মী বেলাল বললো আধুনিক ছওল-পওল তো স্যার! অবশেষে আমাদের প্রাতঃভ্রমন শেষ করে, তাহদের প্রাতঃপ্রেম দেখে বাংলোয় এসে জটপট রেডি হয়ে কাজীপুর উপজেলার কর্মশালায় যোগদান করার জন্য রওয়ানা হলাম। ফলে সকাল, দুপুর ও অপরাহ্নে হার্ড পয়েন্টের অবস্থা অবলোকন করা না গেলেও অনুধাবন করার দায়িত্ব আপনাদেরকে দিলাম। 
হার্ট পয়েন্টের একাংশ
 কাজের ব্যস্ততায় ও অফিয়াল কিছু ফর্মালিটি সম্পন্ন করতে গিয়ে ঐদিন আর বিকালবেলা হার্ড-পয়েন্টের দিক আর যাওয়া হয়নি। পরের দিন বিকালবেলা সহকর্মী বেলাল, মাজেদুল ও পরিবেশ বিশেষজ্ঞ ড. গোলাম সরওয়ারসহ হার্ড পয়েন্টে গেলাম। ও আল্লাহ... এ যে এলাহী কান্ড। যমুনা নদী শুকিয়ে খা খা অবস্থা, ধুসর বালুচড়ে আমাদের গ্রামের আলী আশ্ববের মাথার চুলের মত কাশিয়া গাছগুলি উকি-ঝুকি দিচ্ছে আর দুরের গ্রামগুলি যেন মনে হচ্ছে শিল্পির আকা কোন ক্যানভাস। পাতিলের তলা থেকে ঝিনুক দিয়ে উঠনোর মত তলানীতে ঠেকছে যমুনার পানি। অথচ মানুষের হৃদয়ে (হার্টে) যেন ১৯৯১ সালের ২৯ এপ্রিলের সমান উচু ও তীব্র জোয়ার, পাগল করা এতো বড় ঢেউ, এতো প্রেম জল, এতো আউলা আবেগ কেউ কাছ থেকে না দেখলে বিশ্বাস করতে চাইবেনা। সেলফি, কোলফি, ব্লকফি, নৌকাফি, ঘেষাফি ও পানিফি তোলার হিরিকতো আছেই। বাদাম,ফুচকা, চটপটি, ভ্রাম্যমান চা-কফিওয়ালাদের সংখ্যা ও ব্যস্ততা দেখলে আপনি অতিসহজে বুঝতে পারবেন এটা নিত্যদিনের ঘটনা। 
কুকুর বাদ যাবে কেন হার্ট পয়েন্টের রোমান্টিকতা থেকে
লও ঠেলা! দেখলাম ১ জোড়া কুকুর এই স্বর্নালী বিকালে একটু বেশীই রোমান্টিক হয়ে উঠলো। তবে তারা উপস্থিত মানব সন্তানদের তুলনায় একটু শালীনমোডেই ছিল বলে আমার মনে হয়েছে। ছোটকাল থেকে শুনে আসছি কুকুর-কুররীরা সাধারনত কার্তিক মাসের দিকে একটু বেশীমাত্রায় রোমান্টিক হয়। ফাল্‌গুন-চৈত্র মাসের অ-অশালীন রোমান্টিক হওয়ার কারণ হিসেবে বৈশ্বায়িক উষ্ণায়ন চেয়ে হার্ডমা পয়েন্টের মানুষের হৃদয়োষ্ণায়ন বেশী দায়ী বলে আমার বিশ্বাস। পৃথিবী সৃষ্টি হয় বিধাতার ভালবাসা দিয়ে, ভালবাসা ছিল যুগ-যুগ ধরে, ভালবাসা থাকবে কেয়ামত পর্যন্ত এমনকি কেয়ামতের পরেও হয়তবা। ভালবাসা প্রকাশের ধরণের পরিবর্তন হবে এটা স্বাভাবিক। সেই ভালবাসার আবেগ প্রকাশে করতে গিয়ে বিধাতার সর্বশ্রেষ্ট সৃষ্টি মানুষের কাতারে যেন আমার থাকি, এবং সেটা আমাদের থাকা উচিৎ। সিরাজগঞ্জ শহরকে রক্ষার জন্য দেশ-বিদেশ থেকে বড়-বড় পাথর এনে, ব্লক তৈরি করে খুব শক্ত করে(হার্ড করে) বাঁধ তৈরি করে এখানকার যে নাম দেয়া হয়েছিল হার্ড পয়েন্ট; সেই সিরাজগঞ্জ হার্ড পয়েন্ট এখন হার্ড নয়, হার্ট পয়েন্ট হয়ে গেছে।
-------------------------------------------------------------------------------------------------------





No comments:

Post a Comment